Wednesday, October 6, 2010

ডিএসই: আজও সাধারণ সূচক বেড়েছে ৮৫.২৯ পয়েন্ট

ঢাকার
শেয়ারবাজারে
(ডিএসই) আজ বুধবারও লেনদেনে চাঙভাব অব্যাহত রয়েছে। আজ সাধারণ সূচক আর্থিক লেনদেন দুইই বেড়েছে। বেড়েছে বেশির ভাগ শেয়ারের দাম। সাধারণ মূল্যসূচক ৮৫ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ৭৪১২ দশমিক ৬০ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ শেয়ারবাজারে মোট দুই হাজার ৪৩৬ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ২৩৯ কোটি টাকা বেশি।

আজ লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। মোট ২৪২টি প্রতিষ্ঠানের লেনদেন হওয়া শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১৬৬টির, কমেছে ৭৫টির দাম অপরিবর্তিত আছে একটির।

লেনদেনে
শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলোপিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সর্ভিসেস, প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, স্কয়ার টেক্সটাইল, বেক্সিমকো বিএসআরএম স্টিল।

আজ সবচেয়ে বেশি বেড়েছে এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম। ছাড়া মেঘনা পিইটি ইন্ডাস্ট্রিজ, আম্বি ফার্মা, তাল্লু স্পিনিং দেশ গার্মেন্টস দাম বাড়ার শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।

আর দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলোঅ্যাপেক্স ওয়েভিং, মুন্নু ফেব্রিক্স, ঢাকা ফিশারিজ, অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ড প্রথম বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা।



No comments:

Post a Comment