Wednesday, December 29, 2010

ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে





ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সাধারণ সূচক ও আর্থিক লেনদেন দুইই বেড়েছে। তবে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম কমেছে।
ডিএসই সূত্রে জানা যায়, চাঙাভাবের মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। লেনদেনের আধা ঘণ্টার মধ্যে সূচক প্রায় ৫০ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচকের তীর ওঠানামা করতে থাকে। তবে দিন শেষে দেখা যায়, সাধারণ মূল্যসূচক আট দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ৮২১৫ দশমিক ০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইতে মোট এক হাজার ৪৭৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১১২ কোটি টাকা বেশি। এদিকে লেনদেন হওয়া ২৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০১টির কমেছে ১৪১টির এবং অপরিবর্তিত রয়েছে পাঁচটির দাম।
আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—প্রাইম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ওয়ান ব্যাংক, তিতাস গ্যাস, উত্তরা ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড এয়ারওয়েজ ও ইসলামী ব্যাংক।
আজ সবচেয়ে বেশি বেড়েছে রহিম টেক্সটাইলের শেয়ারের দাম। এ ছাড়া মার্কেন্টাইল ইনস্যুরেন্স, উত্তরা ব্যাংক, বঙ্গজ লিমিটেড, প্রথম জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক, আইএফআইএল ইসলামী মিউচুয়াল ফান্ড ১, সিটি ব্যাংক, মুন্নু জুটেক্স ও জুট স্পিনার্স দাম বাড়ায় শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। 
এ দিকে আজ সবচেয়ে বেশি কমেছে দুলামিয়া কটনের শেয়ারের দাম। এ ছাড়া এইচ আর টেক্সটাইল, পপুলার লাইফ ইনস্যুরেন্স, হাক্কানী পাল্প, মেঘনা সিমেন্ট, পাইওনিয়ার ইনসুরেন্স, গ্রীন ডেল্টা, কেয়া কসমেটিকস, সাভার রিফ্রেক্টরিজ ও প্রাইম ইনস্যুরেন্স দাম কমে যাওয়া শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।
আজ ডিএসইর বাজার মূলধন তিন লাখ ৪৮ হাজার ৬৯ কোটি টাকা।

No comments:

Post a Comment