Monday, December 20, 2010

বাজার সামাল দিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা এসইসির

 


শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি সামাল দিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) আজ সোমবার সকালে শেয়ারবাজার-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক শেষে এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার সাংবাদিকদের কথা জানান
এসইসির য়ারম্যান জানান, বৈঠকে বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। শেয়ারবাজারের স্বাভাবিক অবস্থা ধরে রাখতে দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনার ব্যাপারে চিন্তা-ভাবনা করা হচ্ছে।
জিয়াউল হক খোন্দকার আরও জানান, বাজারের তারল্য সংকট কাটানোর লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে কথা হয়েছে। সব মিলিয়ে বাজার দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গতকাল রোববার দেশের দুই শেয়ারবাজারে ভয়াবহ দরপতন ঘটে। সাধারণ সূচকও নেমে যায় ৫০০-রও বেশি। এর পরিপ্রেক্ষিতে আজকের সভা আহ্বান করা হয়। সভায় বাংলাদেশ ব্যাংক, এফবিসিসিআই, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

No comments:

Post a Comment